শহর কোলকাতা
ফিরে যেতে চাই তোমার বুকে
হারাতে চাই, আমার
স্কূল পাড়ার সেই গোলিতে
আবার বাচতে চাই, তোমার সাথে
ভুলে যাওযা শীতের সেই মায়াবি রোদ্দূরে
শুনতে চাই, দুর থেকে ভেসে আসা
রেডিযোর সেই অস্পষ্ট গান
দেখতে চাই আরেকটিবার
মিষ্টি প্রিয়ো বাঙ্গালীর মিষ্টময় প্রাণ
কিন্তু কোথায় পাই তোমায়,
কোথায় পাবো সেই পরিচিত শহরটা কে
কোলকাতা, তুমি তো আছো শুধু নসটালজিয়াতে
No comments:
Post a Comment